নড়াইলে রুম টু রিডের পাঠাগার উদ্বোধন
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী:
নড়াইল জেলায় রুম টু রিডের কার্যক্রম শুরু হয় ২০২৪ সালে। শিক্ষার্থীদের মাঝে পড়ার অভ্যাস তৈরি করতে এবং স্বাধীন পাঠক হিসেবে গড়ে তুলতে রুম টু রিড নড়াইল জেলার ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পাঠাগার স্থাপন করে চলেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার(৬ নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলার “লাহুড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে” আনুষ্ঠানিকভাবে শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক,বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণের পাশাপাশি উপস্থিত ছিলেন রুম টু রিডের প্রতিনিধি মো: মেহেদী হাসান এবং সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী। ১ম থেকে ৫ম শ্রেণির অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।