পঞ্চগড়ের বোদা উপজেলায় দুইটি আইসক্রিম কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা
আহসান হাবিব পঞ্চগড় :
পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোড়কজাত ও নিয়ম না মেনে আইসক্রিম তৈরী ও বাজারজাত করার অপরাধে দুইটি আইসক্রিম কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০৫ জুন) দুপুরে জেলার বোদা উপজেলার সাকোয়া ও শিমুলতলী বাজারে অভিযান চালিয়ে মোড়কজাত ও নিয়ম না মেনে আইসক্রিম তৈরী ও বাজারজাত করার অপরাধে
মায়ের দোয়া আইসক্রিম কারখানাকে ৫ হাজার টাকা ও ভিসি আইসক্রিম কারখানাকে ৩ হাজার টাকা সহ দুইটি কারখানাকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।