পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
আহসান হাবিব পঞ্চগড়
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় খেলা করার সময় বালতির পানিতে পড়ে ফারিয়া নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলার ব্রদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায়, নিহত শিশু ফারিয়া একই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবার জানায়, দুপুরে বাড়ির বারান্দায় খেলা করছিল ফারিয়া। একসময় তার কাছে থাকা একটি লেবু নিয়ে খেলার ছলে বারান্দায় পানি ভর্তি থাকা একটি বালতিতে লেবুটি ফালাতে যায়। এসময় বালতির পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো: রেজাউল করিম বালতির পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরিবারের লোকেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।