নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় হঠাৎ করেই চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বসতবাড়িতে চুরি হচ্ছে। চোরাই মালামাল ফেরত দেয়ার মতো ঘটনাও ঘটছে। কিন্তু এরপরও চুরি রোধে স্থানীয় জনপ্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী সহ স্থানীয়রা।
তাই চুরি ঠেকাতে রবিবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারের টল ঘরে এক সমাবেশ করেছেন স্থানীয়রা। এতে স্থানীয় জনসাধারন সহ প্রায় শতাধিক ব্যবসায়ি দোকানপাট বন্ধ রেখে সমাবেশে অংশ গ্রহন করে।
চুরি রোধে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন লালুয়া বাজার কমিটির সভাপতি মো. রুবেল হাওলাদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম খাঁন, সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম হাওলাদার,
সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি ফকির, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হক মৃধা, বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. বেল্লাল ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা সিরিজ চুরি রোধে থানা পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে ইতিমধ্যে বসত বাড়ি সহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়িরা
জানিয়েছেন।