আনোয়ার হোসেন আনু, সত্যকন্ঠ; নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালীর কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় মিজান ফরাজী (৪০) ও সোহরাব হাওলাদার (৪৫) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোররাতে কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত দুই জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা রয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ২০১৫ সালে ওসান সিটির মালিক মৃত আলী আজমের কাছ থেকে মজিবর রহমান নামের এক ব্যক্তি কুয়াকাটার নবীনপুর এলাকায় কুয়াকাটা মৌজা থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে।
৮ বছর ধরে মজিবর তার জমি ভোগ দখল করে আসছে। গত ৩১ মে তার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে প্রায় ৫ লাখ টাকার রড ও সিমেন্ট ক্রয় করে ওই জমিতে নিয়ে রাখা হয়। মজিবর ঢাকার বাসিন্দা হওয়ায় তিনি সাউথ বিচ হোটেলে থাকতেন। এরপর গত ১ জুন স্থানীয় ইদ্রিস মুসুল্লী ওই হোটেলে গিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এসময় মজিবর চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে আজ বুধবার ভোররাতে ইদ্রিস মুসুল্লি ও তার ছেলে ইলিয়াস সহ বেশ কয়েকজন রড সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কেয়ারটেকার মিজান ও সোহরাব বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় ইদ্রিস ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
কুয়াকাটা বিনিয়োগকারী মোঃ মজিবর রহমান জানান, আমি আমার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে রড ও সিমেন্ট নেয়ার পরই ইদ্রিস মুসুল্লি আমার কাছে চাঁদা দাবি করে। আমি তখন সাউথ বিচ হোটেলে ছিলাম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধরের হুমকি দেয়। পরে থানা পুলিশকে অবহিত করলে তারা কাজ বন্ধ রাখতে বলে।
আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রাখি। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমার লোকদের উপর হামলা চালিয়েছে এবং ৫ লাখ টাকা মূল্যের রড সিমেন্ট নিয়ে গেছে। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ইদ্রিস মুসুল্লির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মহিপুর থানার ওসি ফেরদৌস খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।