পটুয়াখালীতে জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীরা।
এ সময় সমবায়ীরা সমবায় মন্ত্রণালয় থেকে প্রত্যেক সমবায়ীকে সহজ শর্তে ২০ হাজার টাকা ঋণ প্রদানের দাবী করেন।