পটুয়াখালীতে বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষন, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়হান গাজী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামী করে তিনজনের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলা চম্পাপুর ইউনিয়নের ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থী রায়হানের পূর্ব পরিচিত। গত ২৮ মে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন রায়হান ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি টিনের ঘরে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভন
কলাপাড়া থানার ওসি মোঃ জসিম উদ্দিন, তদন্ত সাপেক্ষে রায়জান গাজী সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।