দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিসি জাতীয় ও দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে পটুয়াখালী দূর্নীতি দমন কমিশনের আয়োজনে সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা দুর্নীতি দমন কমিশনে উপপরিচালক মো. মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন ডঃ এস.এম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান। এসময় জেলা দুর্নীতি কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, দশমিনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মেদ আব্রাহিম অরবিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন, দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোর্শেদা বেগম ও তাহমিনা
সুলতানা, সাধারন সম্পাদক মো. মোশাররফ হোসেন, স্থানীয় সংবাদকর্মী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মোয়াজ্জেম হোসেন আলতাফ মিয়া, কেয়া বেগম এবং বিপ্লব কুমার দেবনাথ, আলহ্জ জামাল হোসেন, কোডেক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সততা সঙ্গের সদস্য প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়েতে আমাদের সকলকে দুর্নীতি পরিহার করতে হবে। কাউকে দুর্নীতি করতে দেওয়া যাবে না। যদি কেউ দুর্নীতি করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।