পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ জুন) শনিবার সকাল ১০টায় মহিপুুর প্রেসক্লাব কতৃক আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারী সাংবাদিকসহ এলাকাবাসী বলেন জমাজমা বিরোধের জের ধরে স্কুল শিক্ষক এবং সাংবাদিক নেতা নাসির উদ্দীন ও তার পরিবারকে অহেতুক হেনস্তা করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান,কাজী সাঈদ,মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহতাব হাওলাদার সহ মহিপুর থানা, কুয়াকাটার সংবাদকর্মী ও স্থানীয় জনসাধারন অংশগ্রহন করে।
এসময় বক্তারা মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর নিন্দা জানান এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।