পটুয়ালীতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে খাল জলাশয় অবমুক্ত ও ন্যায্য মাপে ধান ক্রয়ের দাবিতে কৃষকরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় ৫ শতাধিক কৃষক এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় ৪৯ কেজির বদলে ৪০ কেজিতে মণ হিসেবে ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং খাল বিল-জলাশয় দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন কৃষক নেতৃবৃন্দ।
সমিতির নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক নয়নাভিরাম গাইন নয়নের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক মোঃ আমিনুল ইসলাম ও আঃ হক গাজীসহ আরো অনেকে।
সমাবেশে বন্ধ হয়ে যাওয়া পশুর হাট পুনরায় চালু করা সহ নীলগঞ্জ ইউনিয়নের সকল খালের ইজারা বাতিলের দাবি জানান কৃষকেরা। সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে কৃষকরা বিক্ষোভ করে।








