পরিবার থেকেই অপরাধ প্রতিরোধ শুরু করতে হবে’-ওসি মুরাদ
ফারহান-উর-রহমান সময়, সত্যকন্ঠ;তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
অপরাধ প্রতিরোধ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবারের কোনো সদস্য যদি মাদক এবং জুয়ায় আসক্ত থাকে, সে পরিবার সমাজের চোখে ঘৃণিত হয়ে থাকে।
তাই এসব অপরাধ রোধে সামাজিকভাবে সকলকে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন ভোলার তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।
শুক্রবার বিকালে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে শম্ভুপুর ইউনিয়নের ইয়াছিন গন্জ বাজারে ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন এবং ইউপি সচিবসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।