পরিবেশ উপদেষ্টার নির্দেশে ট্রেনে আহত বন্য হাতিটির চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা করেছে বন বিভাগ
আলী আহসান,স্পেশাল করেসপন্ডেন্ট:
ঢাকা, ১৪ অক্টোবর, সোমবার:
১৩ অক্টোবর রাতে কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনে আঘাতপ্রাপ্ত বন্য মাদি হাতিটির সু চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বিশেষ নির্দেশে চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।
হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে ওখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোন যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না।বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।