পর্যবেক্ষকের কার্ড পেয়ে কাজের মাঝে বিশ্রাম নিচ্ছেন পর্যবেক্ষক ও সাংবাদিকরা
গোলাম রসুল বাঘারপাড়া(যশোর) থেকেঃ
আজ ৭ জানুয়ারি ইং ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচন রবিবার সকাল ৯টায় যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টা ইউনিয়ন ও একটি পৌরসভা আংশিক পর্যবেক্ষনের পর একটু বিশ্রাম নিচ্ছে পর্যবেক্ষক ও সাংবাদিক ভাইয়েরা।
এদিন বাঘারপাড়া উপজেলার রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.কেরামত আলী হিউম্যান রাইটস ভয়েসের পক্ষ থেকে পর্যবেক্ষনের কার্ড পেয়ে ও সত্যকন্ঠ অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদবিলাল হুসাইন উপজেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে পরিচয় পত্র
পেয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ ভোট কেন্দ্র পর্যবেক্ষন করার পর বেলা দুইটায় একটু বিশ্রাম নেন উপজেলার ৮ নং বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পার্শে একটি চা স্টলে।
এসময়ে তাদের সংগে একজন জ্যেষ্ঠ সাংবাদিক বাবু দুলাল চন্দ্র ও সত্যকন্ঠের নিজস্ব প্রতিনিধি এস এম মোস্তাইন এবং এ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.নওশের আলীকে দেখতে পাওয়া যায়। উপজেলার জামদিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্র ও বাসুয়াড়ি ইউনিয়নের অধিকাংশসহ ৪ নারিকেল বাড়িয়া,
৫ নং ধলগ্রাম, ৬ নং দোহাকুলা ৩ নং রায়পুর ইউনিয়ন এবং বাঘারপাড়া পৌরসভার বিশেষ বিশেষ ভোট কেন্দ্র পর্যবেক্ষন করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর পরিবেশে ভোট গ্রহন হতে দেখা গেছে। উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি না হলেও মোটামুটি ৫০% ভোটার উপস্থিতি দেখা গেছে।
৮ নং বাসুয়াড়ি ইউনিয়নের বাসুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রায় ৭০% ভোট পড়েছে জানালেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার ছাতিয়ানতলা জনতা ব্যাংক শাখার এস ও মো.রফিকুল ইসলাম। এই ছিল আজকের বিকাল ৪টা পর্যন্ত পর্যবেক্ষনের ফলাফল।