স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে শান্তিপূর্ন পরিবেশ ও যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা, চিত্রাঅংকন প্রতীযোগীতা ও বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ , পৌরসভা,
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন,জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব,থানা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও , সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবদেন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবার্ড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল
উদয় কুমার, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, আওয়ামিলীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জাতীয় পার্টির আহবায়ক আলমগীর মন্ডল,প্রেসক্লাব সাধারণ
সম্পাদক সিরাজুল ইসলাম রতন,যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান।