স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে।
৮ মার্চ বুধবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি রেলী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী টাউন হলে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি
আবু বক্কর প্রধান, উপজেলা কৃষি অফিসার ফাতেমা জান্নাত মিশু,প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম
রতন,রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি সাবিনা ইয়াছমিন,নারী নেত্রী শিখা আকতার লিপি ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ
,নারী সংগঠনের নেত্রীগণসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা নারীদের সংসারের পাশাপাশি কর্মমূখি জ্ঞান অর্জনে প্রশিক্ষণ নিয়ে টিম ওয়ারি উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাবলম্বি হতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।