পলাশবাড়ীতে সৌন্দর্য্য বর্ধন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প
সিরাজুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার:
লাল লীল বর্নের ঢেউটিন,মজবুত কাঠ,পরিমিত ইট বালু, সিমেন্ট ও রডের সমন্বয়ে সুদক্ষ কারিগর দাড়া নিপুন হাতে তৈরী করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আগ্রাধিকার প্রকল্পের ঘর।
২শতক জমির উপর নির্মিত সারি সারি ঘড়ে উন্নত মানের রং করা হয়েছে। পরিপুর্ন একটি ঘড় দেখতে যেন এক একটি বাগান বাড়ির মতই হয়েছে ফলে সংশ্লিষ্ট এলাকায় সৌন্দর্য বর্ধন করছে মাননীয় প্রধানমন্ত্রীর এই আশ্রয়ন প্রকল্প।
সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নির্মিত গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী
উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের বরাদ্দে ১ম পর্যায় ৬০ টি, ২য় পর্যায় ৪০ টি, ৩য় পর্যায়ে ১৮৫ টি ঘর প্রদান করা হয়েছে। বর্তমানে ৪ র্থ পর্যায়ে ২৬৫ টি ঘর নির্মাণ চলমান রয়েছে। বর্তমানে ৪র্থ পর্যায়ের ঘরের নির্মাণ কাজ চলমান। ইতোমধ্যে ৪র্থ পর্যায়ের
২৬৫ টি ঘরের মধ্যে ইতো মধ্যেই গত ২২ মার্চ গনভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৮৫টি ঘরের শুভ উদ্বোধন করেছেন। ৮৫ টি ঘরের স্থান গুলো উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা ৭ টি,কদমতলীতে ১২ টি,সাইনদহ ৩৮
টি,শ্রীকলায় ৪ টি,বেতকাপার রাজ নগরে ৩ টি,মনোহরপুরের তালুক ঘোড়া বান্দা ৭ টি,ঘোড়া বান্দা ৫ টি,ফরকান্দাপুর ৬ টি, কাশিয়াবাড়ীতে ৩ টিসহ মোট ৮৫ টি।
শনিবার উপজেলার হোসেনপুর ইউপির বিভিন্ন স্পট পরিদর্শনে গিয়ে দেখা যায় লাল,নীল,রংগের ঢেউটিন, উন্নত মানের কাঠ,পরিমিত ইট বালি ও সিমেন্ট দ্বারা নির্মিত করা হয়েছে এই ঘর। এছাড়াও টয়লেট, টিউবওয়েল স্থাপন করা হয়েছে মান সম্মত।
প্রকল্প গুলো সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।তাকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
এলাকাবাসী বলেন প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে শতভাগ মানসম্মত এই ঘর গুলো আগামী ১শ বছর টেকসই হতে পারে। এতে কোন সন্দেহ নেই।কর্মকর্তাদের সার্বিক ব্যাবস্থাপনায় যে কাজ হয়েছে ঠিকদারী প্রতিষ্ঠান গুলোর দারা এই কাজ শতভাগ বাস্তবায়ন করা অসম্ভব ছিলো।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প শতভাগ বাস্তবায়নের কথা চিন্তা করে আমরা কাজ করছি।কাজের শুনগত মান খুবই ভালো হয়েছে।