পানি সংকটে হাসপাতাল ছাড়ছেন রোগীরা,টয়লেটের দুর্গন্ধে নাকাল সেবা নিতে আসা মানুষ
নিজস্ব প্রতিবেদক :
গত দুই দিন ধরে পানি সংকট দেখা দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। বর্তমানে টয়লেট থেকে ভেসে আসা দুর্ঘন্ধে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগীরা। হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে ডেঙ্গু সহ অন্যান্য রোগীরা। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের সকল ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। এতে রোগীরা গোসল সহ বাথরুম সারতে দুর্ভোগে পরেন। অনেকেই হাসপাতালের বাহির থেকে পানি কিনে তারা তাদের জরুরি কাজ সারছেন। পরে আজ মহিলা ওয়ার্ডে এবং কেবিনের ট্যাপ থেকে ধীর গতিতে পানি আসতে শুরু করে। তবে এখনও পানি নেই ডেঙ্গু ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডে। পানি সংকটে টয়লেটে পানি কম ব্যবহার করায় বর্তমানে পঁচা দুর্গন্ধ ভেসে আসছে এসব ওয়ার্ড গুলোতে। হাসপাতালে সৃষ্টি হয়েছে এক অস্বস্থিকর পরিবেশ।
ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু আব্দুল্লার (৭) মা তাহেরা বেগম জানান, বুধবার তার ছেলেকে ডেঙ্গু জ্বরের কারনে হাসপাতালে ভর্তি করাই। এসময় ডেঙ্গু ওয়ার্ডে আরও কয়েকজন রোগী ছিলো। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে টয়লেটের ট্যাপ থেকে পানি না পড়ায় সবাই চলে যায়। এখন ওই ওয়ার্ডে তার ছেলে সহ মাত্র দুইজন রোগী রয়েছে। টয়লেট থেকে দুর্ঘন্ধ ভেসে আসায় বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা দায় হয়ে পড়েছে। পুরুষ ওয়ার্ডের ভর্তি রোগী মহিপুরের আতোয়া সরদার (৫৫) জানান, বৃহস্পতিবার এগারোটার দিকে পানি চলে যায়। তাই এখন বাধ্য হয়ে বাহির থেকে পানি কিনে জরুরাত সারছি। বর্তমানে টয়লেট থেকে দুর্ঘন্ধ ছড়ানোর কারনে আরো অস্বস্থিবোধ করছি। একই কথা বলেছেন হাসপাতালে ভর্তি মিন্টু খান (২৮) ও হালিম (৫০) সহ আরো অনেকে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, পানির পাম্পে সমস্যা দেখা দিয়েছে।সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে পানির যে সমস্যা দেখা দিয়েছে সেটা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।