পীরগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মো:মিফতাহুল ইসলাম ,পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি :
স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত, পীরগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মোকসেদ আলী সরকারের মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত, সিনিয়র সাংবাদিক গোলাম কবির বিলুর পিতা আব্দুল গফুর মিয়া মিঠু ও অপর সদস্য আব্দুর রহিমের পিতা ইউনুস আলীর রুহের
মাগফেরাত, করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লালু, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল, আব্দুল হাকিম ডালিম ও মোস্তাফিজার রহমান রুসেলের সুস্থতা কামনা, বিগত দুই বছরে প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মরহুম পিতা-
মাতা আব্দুল খালেক মাস্টার, আব্দুর রউফ মিয়া, আবেদ আলী, আয়না বিবি, জয়নাল আবেদিন, আব্দুল হামিদ প্রধান ও হাফিজার রহমানসহ প্রয়াত সদস্য শফিকুল ইসলাম রিংকুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী পীরগঞ্জের পুত্রবধূ জননেত্রী শেখ হাসিনা, পীরগঞ্জ আসনের এমপি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, পীরগঞ্জের কৃতি সন্তান
সজীব ওয়াজেদ জয়ের জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম মাজহারূল আলম মিলনের সঞ্চালনায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
শফিউর রহমান মন্ডল মিলন, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহিদুল ইসলাম পাশা, অফিসার ইনচার্জ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের সকল সাধারন ও সহযোগী সদস্যগণ অংশগ্রহণ করেন।