পুকুরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ২৭৭৫টি আসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।বুধবার (২১ জুন) পুকুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দীন চৌধুরী।এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৭৭৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল করিম,পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব পংকজ, ইউপি সদস্য এমদাদুল্লাহ,ইউপি সদস্য হাবিবুর রহমান মিয়া,ইউপি সদস্য ফারুকুজ্জামান,ইউপি সদস্য মামুনুর রশিদ,মহিলা ইউপি সদস্য রায়ান জন্নাত,ইউপি সদস্য কানেতুল জান্নাত প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি আরো বলেন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।