বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।
[ ১৫ জানুয়ারি ২০২৩ খ্রি.]
আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৫ জানাুয়ারি) দুপুর ১টায় প্লেসের নিজস্ব অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর ও সভাপতি, প্লেস, শেরপুর।
এছাড়াও অনুষ্ঠানে জনাব মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, প্লেস, শেরপুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর ও উপদেষ্টা, প্লেস, শেরপুর এবং জনাব সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উজ্জীবনী বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে PL@CE- এর প্রতিষ্ঠাতা তৎকালীন পুলিশ সুপার জনাব মোঃ মেহেদুল করিম স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্কুলটিতে বড় আঙ্গিকে শিক্ষা এবং সংস্কৃতিক মনা পরিবেশ তৈরি করে তাঁর লালিত স্বপ্নের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর মত ভালো ও একজন প্রকৃত দেশ প্রেমিক মানুষ হওয়ার আহ্বান জানান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার যে, লালিত স্বপ্ন বাংলাদেশ কে একটি উন্নত বাংলাদেশ হিসাবে তৈরি করা তোমাদের মধ্য দিয়ে আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবো। আগামীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা স্কুল থেকেই করতে হবে।
তিনি PL@CE- এর শিক্ষার্থীদের ইভটিজিং, মাদক, উগ্র মৌলবাদ থেকে দূরে গিয়ে চারিত্রিক গুণাবলী, মননশীল আচার-আচরণ ও ধার্মিক মানুষ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়।