পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বেগমগঞ্জে মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
দেশের বাজারে কয়েক দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম অন্তত ৫০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়।পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার।
যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করতেও বলা হয়েছে।এরই ধারাবাহিকতার নোয়াখালীর বেগমগঞ্জে আড়তে মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ পাইকারি ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় মূল্যতালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চৌমুহনী দক্ষিণ বাজারে হক অ্যান্ড সন্স ও খগপতি ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া। তিনি বলেন,
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়। এতে পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় হক অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ কেজি দরে পাইকারি বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে খগপতি ভান্ডারকে।