নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধিঃ
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জেলা নওগাঁয় শীত জেঁকে বসছে। পৌষের শুরুতেই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।
সকাল থেকে কুয়াশায় ছেয়ে ছিল নওগাঁর পথ-ঘাট, প্রান্তর। কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকাল ১০ পর্যন্ত মিলে নাই সূর্যের দেখা।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের ছিলো সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ও আগামী বছরের শুরুতে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।