প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য নিয়োগ ও উন্নত কর্মপরিবেশ তৈরী করা হবে:
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
আলী আহসান রবি:
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি:
অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া ও উন্নত কর্মপরিবেশ তৈরী করে সমাজ গঠনে তাদের অবদানকে কাজে লাগানো হবে। এ ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচিত দক্ষতা উন্নয়ন , নির্দিষ্ট প্রশিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রনয়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করা।
তিনি আজ রাজধানীর আগারগাঁও এর বিআইসিসি কার্নিভাল হলে ” Empower Ability: Powering Every Ability” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,
বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে অসাধারণ অগ্রগতি অর্জন করায় যদি আমরা কাউকে পিছিয়ে না রাখার লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের সমান সুযোগ তৈরি করার ওপর মনোযোগ দিতে হবে যা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং দক্ষতা প্রদর্শন করতে সহায়তা করে। দুর্ভাগ্যবশত, কাঠামোগত এবং সামাজিক উভয় প্রকারের প্রতিবন্ধকতা এখনও তাদের পূর্ণ অংশগ্রহণকে সীমিত করে রেখেছে। এই প্রতিবন্ধকতাগুলো দূর করা শুধু ন্যায়পরায়ণতার বিষয় নয়; এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য একটি কৌশলগত উদ্দেশ্য থাকা প্রয়োজন।
তিঁনি বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমি অন্তর্ভুক্তিমূলক শ্রম কাঠামোকে অগ্রসর করতে, প্রতিবন্ধকতাগুলো ভাঙতে এবং আমাদের অর্থনীতি ও সমাজে অর্থবহ অবদান নিশ্চিত করতে সরকারের অবিচলিত সমর্থন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি সবাইকে আহ্বান জানান , আসুন আমরা একসঙ্গে একটি বাংলাদেশ গড়ি, যেখানে প্রতিটি ব্যক্তির বিশেষ ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের অবদানের মূল্যায়ন করা হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপদেষ্টা বলেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের দেশের গণতান্ত্রিক অগ্রগতির পথ প্রশস্ত করেছে। আমাদেরকে এক নতুন স্বাধীনতা উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন যে, জুলাই বিপ্লবে ছাত্র জনতা আমাদের একটি শক্তিশালী এবং সমৃদ্ধ জাতি গঠনে অনুপ্রাণিত করেছে।
নাগরিক সংগঠন সুজন কর্তৃক আয়োজিত “দ্যা হাঙ্গার প্রজেক্ট” এর নাগরিক উৎসবে পুরস্কার বিতরণ ও সমাপনী বিষয়ক অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, গত ১৫ বছর নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যখন সকল রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণ স্বতস্ফূর্তভাবে থাকবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে যা তরুন সমাজ দেখবে বলে উপদেষ্টা আশা করেন।