প্রেমের ফাদে ফেলে প্রবাসীর অর্থ আত্মসাৎ করেন কুড়িগ্রাম এর লুবনা জাহান
মাটি মামুন রংপুর।
প্রেমের ফাদে ফেলে প্রবাসীর অর্থ আত্মসাৎ করেন কুড়িগ্রাম এর লুবনা জাহান।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ ও ভুক্তভোগী অভিযোগ সূত্রে জানা যায়।
কুড়িগ্রাম জেলার মাস্টার পাড়া এলাকার মোকলেছুর রহমানের কন্যা লুবনা জাহান জার ভোটার আইডি (নং-২৪২৩৩৫৩২৫১) তিনি দীর্ঘ দিন ধরে ঢাকার গাজীপুরের বোড বাজারে একটি গার্মেন্স চাকরি করেন।
এরি ধারাবাহিকতায় ২০২২ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ব্রাম্মণবাড়িয়ার প্রবাসী আহাত হোসেন এর সাথে লুবনা জাহান নের।প্রবাসী আহাত হোসেন ব্রাম্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর এলাকার রফিকুল ইসলাম এর পুত্র। আহাত হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানায় পরিবারের কষ্ট দূর করতে দীর্ঘ ১২ বছর ধরে আমি ওমানে প্রবাসী জীবন যাপন করছি।
২০২২ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় কুড়িগ্রাম জেলার লুবনা জহানের সাথে।
তার সাথে মেসেঞ্জারে দীর্ঘদিন কথা বলার পর সে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভোন দেখিয়ে আমার থেকে ৫ লক্ষ্য ৫০ হাজার টাকা হাতিয়ে নেন লুবনা।
প্রতারণার স্বীকার প্রবাসী যুবক আহাদ হোসেন বলেন ৯ মাস ধনে প্রতিনিয়ত যোগাযোগ হতো তার ও তার পরিবারে সাথে। বেশ কিছুদিন পর লুবনা আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমিও রাজি হয়ে যাই। এক পর্যায়ে শপথ করে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়।তারা পর থেকে শুরু হয় নানা কাহিনী বিভিন্ন ভাবে বাসা এটা ওনা নিতে হবে বল খরচ বাবদ বিকাশ ও নগদের মাধ্যমে 01731036325/01908902180/8801762519858
01762519858/01979700428/01972433450/01998029291/0 1972433450। এই নাম্বার গুলো তে
১৫ বার সাড়ে পাঁচ লক্ষ্য টাকা নেয় এবং আমিও সরল বিশ্বাসে টাকা পাঠাই। টাকা নেওয়া শেষ করে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে আমাকে স্বর্বশান্ত করেছে এই প্রতারক এখন আমার ফোন নাম্বার ফেসবুক মেসেঞ্জার সব কিছু তেই ব্লগ মেরে দিয়েছে। আমি কৌশলে অন্য নাম্বার থেকে ফেন দিলে আমার কষ্ঠ শুনে ফোন কেটে দিয়ে সেই নাম্বার বিজি করে রাখে।এবিষয়ে আমি কুড়িগ্রাম সদর থানার ওসি সাথে কথা বলে অভিযোগ দেই।
প্রিয়ো সাংবাদিক ভাই আপনারা জাতির বিবেক সমাজের আয়না তাই আপনাদের লিখুনির মাধ্যমে আমাকে সহযোগিতা করুন এবং আপনাদের মাধ্যমে আমি এই প্রতারণার সুষ্ঠ বিচারের জন্য আকুল আবেদন করছি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে তিনি আমার মা সমতুল্য অবশ্যই আপনার এই প্রবাসী ছেলের বিষয়টি দেখবেন।