
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ;
ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া করেছে। বৃহস্পতিবার সকালে পুর্ব শক্রতার জের ধরে উপজেলার রাজেশ্বরদী গ্রামে এ ধাওয়া পাল্টা- ধাওয়ার ঘটনায় ৫ জন গ্রামবাসী আহত হয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাজেশ্বরদী এলাকায় পৌছিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষের শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামবাসী সুত্রে জানা যায়, রাজেশ্বরদী গ্রামের বাসার হাওলাদার, শাহীন হাওলাদার ও রেজাউল হাওলাদারের সাথে একই গ্রামের দেলো মেম্বার, পিকুল মাষ্টার ও শাকায়েত কাজীর সাথে দীর্ঘদিন ধরে পুর্ব শত্রুতা ও গ্রাম্য দলাদলি চলে আসছে। বুধবার বিকেলে বাসার হাওলাদার দলের অটোচালক আকুবালী যাত্রী নিয়ে ভাজন্দি বাজারে যায়। সেখানে দেলো মেম্বারের দলের শাহীন অটো সিরিয়াল নিয়ে আকুবালীকে মারধর করে।

এঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র ডাল, কাতরা, কালি, টেঁটা ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন দুই দলের গ্রামবাসী ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা- ধাওয়া শুরু করে । সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ডাল, কাতরা, কালি, টেঁটা জব্দ করে। এ ব্যাপারে ভাঙ্গা সার্কেল এ,এস,পি তালাত মাহমুদ শাহেনশাহ বলেন, খুব ভোরে রাজেশ্বরদী গ্রামের দুইটি দল তারা দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করছে। সংবাদ পেয়ে দ্রুত আমি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছিয়ে উভয়কে ছত্রভঙ্গ করে দেই। তখন তাদেরকে ধাওয়া করে দুই দলের শর্তাধিক দেশীয় অস্ত্র ডাল, কাতরা, টেটা, কালি জব্দ করি। তাছাড়া রাজেশ্বরদী গ্রামের লোকজন ২ দল ভাগ হয়ে দীর্ঘদিন ধরে হামলা ও মামলা মোকদ্দমা চালিয়ে আসছে।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এদের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রয়েছে, বাকি দেশীয় অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে








