ফরিদপুরের ভাঙ্গায় ইউপি সংরক্ষিত ওয়ার্ড উপ- নির্বাচনে ভোটকেন্দ্র প্রবেশে সাংবাদিকদের বাধা সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন
ওবায়দুর রহমান , ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনে উপ নির্বাচনে কেন্দ্রে প্রবেশ করতে সাংবাদিকদের বাধাঁ দিলেন প্রিজাইডিং কর্মকর্তা। সোমবার বেলা ১১টার সময় মাধুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ডুকতে বাধাঁ প্রদান করেন প্রিজাইডিং কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় উঠে এবং ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে নির্বাচন সুষ্ঠ ও শান্তি পুর্নভাবে সকাল ৮টা থেকে শুরু হয় এবং ৪টায় শেষ হয়।
নির্বাচন সুত্রে জানা যায়, হামেরদী ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা মেম্বারের মৃত্যুর পর এই আসনটি শুন্য হয়। আজ সোমবার ৩জন প্রাথীর মধ্যে ৩টি মুনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামেরদী ইউনিয়ন পরিষদ ও মাধুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন,
ছাহেরা বেগমের মাইক মার্কা , নাজমা বেগমের তালগাছ ও বাবলী ইসলামের হেলিকপ্টার মার্কায় প্রতিবন্ধীতা করেন। নির্বাচনে তথ্য সংগ্রহ করতে কেন্দ্রে ডুকতে চাইলে সাংবাদিক যুগান্তর প্রতিনিধি ও ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান এবং ভাঙ্গা খবর পত্রিকার সম্পাদক ও
গ্লোবাল টিভির সাংবাদিক মামুনুর রশিদকে বাধাঁ দেন প্রিজাইডিং কর্মকর্তা। পরে তথ্য সংগ্রহ না করে চলে আসেন তারা। পরে বিষয়টি ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।
এবিষয় ভাঙ্গা রিটার্নিং কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন জানায়, দুই সাংবাদিককে কেন্দ্র প্রবেশ করতে আমি অনুমতি দিয়েছি। তারপরও তাদের সাথে প্রিজাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম যে খারাপ আচরণ করেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি।