ফরিদপুরের ভাঙ্গায় চোরাই মালামাল সহ ২ চোর গ্রেফতার
ওবায়দুর রহমান, সত্যকন্ঠ; স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামে গভীর রাতে ছানু ও কাওছার মাতুব্বরের বাড়িতে একদল চোর ঘরের মালামাল চুরি করে পালিয়ে যায় ।
বৃহস্পতিবার ভোরে ঐ চোরাই মালামাল ভাংগাড়ী দোকানে বিক্রির সময় ২ চোরকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত হল, ঐ গ্রামের গেদা মোল্লা ছেলে আক্কাস (৩০), ও ট্রাক ড্রাইভার মালেক ফকিরের ছেলে চুন্নু ফকির(৪০)। উপস্থিত ২ চোর ধলা মোল্লার পুত্র নুর আলম(৩৫), খলিল মোল্লার পুত্র হাসিবুল(৩৮) পালিয়ে যায়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, বুধবার রাতে একদল চোর ছানু মাতুব্বরের ১টি ট্রলার, কাওছার, ফিরোজ ও সরো মাতুব্বর ৩টি টিউবওয়েল, তাদের ব্যবহৃত হাড়ি পাতিল, একটি ইন্জিনের চ্যাসিজ সহ ঘরের লোহার মালামাল চুরি করে নিয়ে যায় । বৃহস্পতিবার সকালে গ্রামের কিছু মহিলারা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিতে থাকে। পরে পৌর এলাকার এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে একটি ভাংগাড়ী দোকানে গিয়ে এসব মালামাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে চুরি হওয়া এ সব মালামাল সহ পুলিশ তাদেরকে আটক করে।
মামলার বাদি রোকেয়া বেগম জানান, আমাদের গ্রামে মামলা হওয়ার কারনে পুলিশের ভয়ে বাড়িতে পুরুষ থাকে না। এই সুযোগে অন্য দলের লোকজন বুধবার গভীর রাতে ১টি ট্রলার, ২টি গ্যাসের বোতল, ৩টি টিউবওয়েল ও হাড়ি পাতিল নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে আমরা অনেক জায়গায় খোঁজ খুজির পর চুরি হওয়া মালামাল সহ পুলিশ তাদের আটক করে।
এব্যাপারে ওসি জিয়ারুল ইসলাম জানান, ছোট খারদিয়া গ্রামে পুরুষ শুন্য হওয়ার কারনে চোরের দল বেশ কিছু মালামাল চুরি করে। বৃহস্পতিবার ভোরে চোরাই মালামাল সহ ২ চোরকে আটক করা হয়েছে। এঘটনায় ছানু মাতুব্বরের স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।