ফরিদপুরের ভাঙ্গায় বাস থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃঅভিযান চালিয়ে ধর্ষক ও তার ২ সহযোগী কে আটক করে পরে তাদের দেওয়া তথ্য মতে ভিক্টম কে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
এই বিষয়ে ভিক্টিমের এক আত্মীয় বলেন, গতকাল আমার স্ত্রী বিকাল ৫ টার দিকে বাবু বাজার এলাকা থেকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে উঠিয়ে দেন। কিন্তু বাসায় না ফিরলে চিন্তিত হয়ে পরি পরবর্তীতে থানায় যোগাযোগ করি। এর পরে পুলিশ আসামীদের গ্রেফতার করে কিশোরীকে উদ্ধার করে।
আটককৃতরা হলেন, উপজেলার পীরের চর এলাকার রহুল মাতুব্বরের পুত্র ধর্ষক রকিব ওরফে ইমন (২৪) ও। অপর দুই সহযোগী হলেন উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকার নুর সর্দারের পুত্র আসিফ সর্দার (২১) ও রুহুল মাতুব্বরের স্ত্রী লিলি বেগম (৪০)।
এই বিষয়ে ভুক্তভোগী বড় বোন বলেন, গতকাল আমি আমার ছোট বোনকে সকাল ৫ টার দিকে বাবু বাজার এলাকা থেকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে উঠিয়ে দেন। কিন্ত বাসায় না ফিরলে চিন্তিত হয়ে পরি পরবর্তীতে থানায় যোগাযোগ করি। পরবর্তীতে পুলিশ আমার বোন কে উদ্ধার করে দেন। পরবর্তীতে আমার বাবা ভাঙ্গা থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা ভোর রাতে খবর পাই একটি মেয়ে নিখোঁজ হবার সংবাদ পাই। পরে তার ভ্রমণের সময়ের বাস শনাক্ত করে হেল্পার ও সুপার ভাইজার কে আটক করি। তার দেওয়া তথ্য মতে ভিক্টম কে উদ্ধার করি। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তিনজন কে আটক করা হয়েছে। ভিক্টিমের মেডিকেল পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।