ফরিদপুরের ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩দিন ধরে পাঠদান বন্ধ ছাত্র ছাত্রীদের বিক্ষোভ প্রধান শিক্ষিকার অপসারণের দাবি
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটার
চাবি হারানোর অজুহাত ফরিদপুরের ভাঙ্গা ১১১ নং চৌধুরীকান্দা সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে । বুধবার দুপুরে লেখাপড়া করতে না পারায় ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষিকা অপসারণ দাবি করে বিক্ষোভ করেছে। তবে এ বিষয় প্রধান শিক্ষিকা কোন সদ-উত্তর দিতে পারেন নাই।
এলাকাবাসি অভিযোগ করে জানায়, প্রধান শিক্ষিকা স্থানীয় লোক হওয়ার কারনে বিদ্যালয়ে ঠিকমত স্কুলে আসেন না। টয়লেট সব সময় তালা দিয়ে বন্ধ রাখার কারনে ছেলে মেয়েরা টয়লেট করতে বাড়ি যেতে হয়। স্কুলের মেরামতের যে টাকা আসে সব টাকা
তিনি আত্মসাৎ করেন। এছাড়া প্রায়ই প্রধান শিক্ষিকা তার সহকারী শিক্ষিকাদের সাথে ঝগড়া করে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে ১৫০ জন ছাত্র ছাত্রীদের লেখা পড়া হযবরলা অবস্থায় চলছে। কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষকদের মাঝে বড় ধরনের ঘটনার আশংকা দেখা দিচ্ছে।
এ বিষয় ভাঙ্গা উপজেলা প্রাথমিক অফিসার মোঃ মহসিন রেজা যুগান্তরকে বলেন, গতকাল মঙ্গলবার আমি বিষয়টি জানতে পেরে তালা ভেঙে ক্লাস চালু করতে নির্দেশ দেই । তারপর ও যেহেতু বুধবার পর্যন্ত রুম বন্ধের কারনে লেখা পড়া বন্ধ রয়েছে।
আমি সকল শিক্ষিকাদের বিরুদ্ধে আজই ব্যবস্থা নিব। এছাড়া ঐ স্কুলের ৫ জন শিক্ষিকাদের মধ্যে বিরোধ ও চাবি হারানো কারনে সবাই দায়িত্ব অবহেলা করেছে।
বিদ্যালয়ের সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, গতকাল(মঙ্গলবার) আমি বিষয়টি জানতে পেরে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। ক্লাস বন্ধ করে রাখা এবং চাবি হারানোর এটা খুবই দুঃখ জনক । সকল শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন বলেন, আমি আপনাদের মাধ্যম থেকে বিষয়টি জানতে পারলাম । অবশ্যই ৫ শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিব ।
স্থানীয় অবিভাবক রবিন মুন্সি জানান, প্রধান শিক্ষিকা স্থানীয় বিধায় স্কুলে ঠিকমত আসে না। গত ৩দিন ধরে ক্লাস বন্ধ। ছাত্র ছাত্রীরা
মাঠে বসে থেকে বাড়ি যায়। লেখাপড়া মোটেই হয় না। ২ বছর ধরে কোন ছাত্র ছাত্রী উপবৃত্তির টাকা পায় না।এব্যাপারে প্রধান শিক্ষিকা লিমা আক্তার জানান, আমার শিক্ষিকারা একজোট হয়ে লাইব্রেরী থেকে তারা চাবি লুকিয়ে রেখেছে। আমি এখন ক্লাস রুম খুলতে পারছি না। চারজন শিক্ষিকা সহ এলাকার অবিভাবকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।