ফরিদপুরে চাচার রামদার কোপে ভাতিজা নিহত
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরো ১০ ব্যাক্তি আহত হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চাচা সিরাক কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলছিল। শনিবার বিকালে বাড়ীর পাশে চাচা ভাতিজা কথা কাটাকাটি চলছিলো। এক পর্যায়ে চাচা সিরাজ কারিকর রামদা নিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোপ দেয়। সাথে সাথে ওবায়দুর মাটিতে লুটিয়ে পড়ে। ওবায়দুরকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মস্তোফা কারিকরের মুসলমানি অনুষ্ঠান করি। এতে চাচা সুরাজ কািকরকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। আজ শনিবার বিকালে ওবায়দুর আর চাচা সুরাজ কথা কাটাকাটি করছিল।
এমন সময় চাচা রামদা নিয়ে আমার ভাই ওবায়দুরের মাথায় কোপ দেয়। আমার ভাই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে মহিলা সহ আরো ১০ জন আহত হয়। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রন রয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।