ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ভাংগা থানার ওসি মোঃজিয়ারুল ইসলাম
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে জেলা পুলিশ- ম্যাজিস্ট্রেসি-২০২২ এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১ টার সময় এই সব তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম।
জানাযায়,গত বুধবার (১১ জানুয়ারি) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি, ফরিদপুর কর্তৃক আয়োজিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এর আয়োজন করা হয়। উক্ত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জিয়ারুল ইসলামকে নির্বাচিত করা হয়।
গত ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত মোট দায়েরকৃত মামলা ১৩ হাজার ৪৩টি হলেও এই বছরে ১৫ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি করার পুরুস্কার স্বরূপ তাকে জেলা পুলিশ- ম্যাজিস্ট্রেসি-২০২২ এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। ২০২২ সালে বাৎসরিক মামলা নিষ্পত্তির হার ছিল ১১৬ শতাংশ।
মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদের সভাপতিত্বে কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির
সভাপতি আ. কাদের মিয়া, সাধারণ সম্পাদক মানিক কুমার মজুমদারসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।সভার সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা আক্তার।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, গতকাল ফরিদপুর জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে ২০২২ সালের সামগ্রীক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন।
তিনি আরো বলেন, কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কর্মস্পৃহা আরো বেশি গতিশীল করে তোলে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে। আমাদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।