বগুড়ার সারিয়াকান্দিতে আশা শিক্ষা কর্মসূচি আওতায় ঝরেপড়া রোধে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ে ” আশা শিক্ষা কর্মসূচি আওতায়” ঝরেপড়া রোধে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত অভিভাবক মতবিনিময় সভায় কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া (সদর) জেলার এস.ডি.এম ইয়াহিয়া।
আশা কুতুবপুর ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার মোমিনুর রহমান স¥রণের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশা- বগুড়া (সদর) জেলার এডুকেশন অফিসার রুবেল মন্ডল, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম (সুজন), কুতুবপুর ইউপি সদস্য আয়নাল হক, ক্রিয়েটিভ কেজি স্কুল এন্ড ইংলিশ লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রোটারিয়ান মাসুদ করিম (সবুর) প্রমুখ। এছাড়াও আশা’র সারিয়াকান্দি অঞ্চলের আর.এম দুলাল উদ্দীন ও আশা’র কুতুবপুর ব্রাঞ্চের এস.বি.এম- এসএম আঃ ওয়াহেদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বগুড়া (সদর) জেলার এস.ডি.এম ইয়াহিয়া বলেন,বিদ্যালয়ের শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে আশা- ২০১১ সাল হতে শিক্ষা কর্মসূচি পরিচালিত করে আসছে। মুলত আশা যাত্রা শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিশু হতে ২য় শ্রেণী নিয়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে আরো শক্তভাবে অবদান রাখার জন্য আশা গত ২০২০ সাল হতে শিশু হতে ৫ম পর্যন্ত পাঠদান চালু করে।
আশার মূলত শিক্ষা সহায়তার মুল ধরন হচ্ছে টিউশনি সার্পোট করা। বিদ্যালয়ের পড়াগুলো যাতে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নিকট পড়া দিতে পারে সে জন্য একজন শিক্ষা সেবিকাকে দিয়ে সে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সময়ের বাইরে ২ ঘন্টা পাঠদান করানো হয়। এভাবে আশা শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা করে থাকে।
বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধে আমরা চলতি ২০২৩ সাল হতে সারা বাংলাদেশে ১০টি বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণীর পাঠদান শুরু করি যার ধারাবাকিতায় কুতুবপুর বিদ্যালয়ে আশা’র এ সহায়তা চলমান আছে। বর্তমানে কুতুবপুর বিদ্যালয়ে বিষয়ভিত্তিক ৩জন শিক্ষককের দ্বারা দৈনিক মোট ১১৫জন শিক্ষার্থীদের পাঠদান সহায়তা দেয়া হচ্ছে। আমরা চাই এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল আরো ভাল হউক এবং শিক্ষার্থীরা আরো ভালভাবে পাঠদান করুক।
আমি সকল অবিভাকদের নিকট আহবান করবো যে, আশা’র এ সামাজিক কাজে আপনারা সহায়তা করবেন, আপনাদের সন্তানদের নিয়মিত পাঠদান কেন্দ্রে পাঠাবেন এবং নিজ সন্তানদের নিয়মিত খোজ রাখবেন।