বগুড়ায় আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি ঃ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির জন্য বগুড়ায় বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উডবার্ন পার্টি সেন্টারে আশা বগুড়া (সদর) জেলার আয়োজনে আশা বগুড়া (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার গোলাম মোস্তফার সভাপতিত্বে এডুকেশন অফিসার রুবেল মন্ডলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু। সে সময় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর ডিভিশনের এডুকেশন অফিসার আজাদুল প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আশা-২০১১ সাল হতে শিক্ষা কর্মসূচী পরিচালিত করে আসছে। গত ২০২০ সাল হতে শিশু হতে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু করে। আশার শিক্ষা সহায়তার মুল ধরণ হচ্ছে টিউশনি সহায়তা করা। বিদ্যালয়ের পড়াগুলো যাতে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নিকট পড়া দিতে পারে ও শিক্ষার্থী বিদ্যালয়মুখী হয় সেজন্য একজন শিক্ষা সেবিকাকে দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সময়ের বাইরে ২ ঘন্টা পাঠদান করানো হয়। এভাবে আশা শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা করে থাকে।