আবু নাসের হুসাইন, সালথা:
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না।
বঙ্গবন্ধু ছিলেন মুক্তির দিশারি। তার ডাকে জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে এ দেশের কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন’ উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাবু চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বে মাত্র ৯ মাসে এ দেশ স্বাধীন হয়েছিল। এ জন্য বঙ্গবন্ধুকে জীবনের অধিকাংশ সময় কারাভোগ করতে হয়েছে। দেশ স্বাধীন এর পরে এ দেশের মানুষের আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান।
১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরলে সর্ব স্তরের মানুষ বঙ্গবন্ধুকে এক নজর দেখতে ছুটে যান বিমানবন্দরে। সেদিন মানুষের ভালোবাসায় সিক্ত হন শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভার আগে উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান
মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সংসদ সদস্যর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা
কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।