জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ
কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ পেয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম। সমতল ভূমিতে দার্জিলিং জাতের কমলা ও মাল্টা চাষে সফলতা পাওয়ায় তাকে এ রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। বুধবার ১২ অক্টোবর দেশের ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় এ পদক ও নগদ টাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
রফিকুল মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আইনুদ্দীন মন্ডলের ছেলে। ঝিনাইদহ শহর থেকে ৬৪ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেষা মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে এ গ্রামের অবস্থান। তার কমলা বাগান থেকে ভারতীয় সীমান্ত মাত্র ৪০০ গজ দূরে।
এই মাঠ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীই মূলত ভারত-বাংলাদেশর মধ্যে বিভক্তির রেখা টেনে দিয়েছে। তিন ভাই পাঁচ বোনের মধ্যে মেজ রফিকুল। রফিকুল ইসলাম বেশ আগে থেকে নার্সারী ব্যবসার সাথে জড়িত। তার মাঠে চাষযোগ্য কোন জমি না থাকলেও ২০১৬ সালের দিকে বর্গা নেওয়া ৫ বিঘা জমিতে ১২০টি কমলার চারা দিয়ে শুরু হয় চাষ। ২০১৯ সালে কমলা বিক্রির টাকায় ১০ কাঠা কৃষি জমি কেনেন। বর্তমানে ৭৫ বিঘা জমিতে মাল্টা ও কমলার চাষ রয়েছে।