বদলগাছীতে মহান স্বাধীনতা দিবস পালিত
ফিরোজ হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার ডাকবাংলো সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সকাল ৮টায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ওসি আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ।
সালাম গ্রহণ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, প্রমুখ।
এ-উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।