বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রমিক অধিকার নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে
আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
০৫ নভেম্বর, ২০২৪
২০১২ সালে তাজরীন ফ্যাশনস ও ২০১৩ সালে রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনাগুলোর পর শ্রমিক অধিকার নিশ্চিত করতে বিফল হওয়ায় ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আইএলওর অনুচ্ছেদ ২৬ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছিল। এর প্রেক্ষিতে, বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়। রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করতে শ্রম উপদেষ্টা, আইন উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতের নেতৃত্বে বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধি দল জেনেভায় অবস্থান করছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রমিক অধিকার নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মালিক-শ্রমিকের সম্মিলিত সিদ্ধান্তে গৃহীত ১৮ দফা কর্মসূচি, শ্রম পরিস্থিতি মনিটরিং কমিটি এবং শ্রমিক অধিকার কমিশন গঠন। আইএলওর সেশনে আইন উপদেষ্টা এই উদ্যোগগুলো তুলে ধরেন, যা বিভিন্ন দেশের প্রশংসা অর্জন করে।
বিগত সরকারের আমলে আইএলওতে বাংলাদেশ প্রতিনিধি দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ দেশই বাংলাদেশের শ্রমিক অধিকার নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপগুলোর প্রতি সমর্থন ও প্রশংসা জানায়।