বশেমুরকৃবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের নিমিত্ত গঠিত আহ্বায়ক কমিটির মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
আলী আহসান রবি
৬ জানুয়ারী ২০২৫ খ্রি. (সোমবার)
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগন মাননীয় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মহোদয় এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। উক্ত সভায় বশেমুরকৃবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ মহোদয়সহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বায়ক কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপস্থিত সকলে তাদের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন এবং মাননীয় উপাচার্য মহোদয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আহ্বায়ক কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে দুপুর ১২:৩০ ঘটিকায় আহ্বায়ক কমিটির একটি সভা বিএস বিল্ডিংয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্র প্রনয়ণ, ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রচার ও প্রকাশনাসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও বিকাল ৪:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জায়গা হতে আগত সম্মানিত অ্যালামনাইদের সাথে আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত এবং আগামী সময়ের রোডম্যাপ ও করণীয় বিষয়ে কমিটির আহ্বায়ক মো: নাজমুল ইসলাম সরকার বক্তব্য প্রদান করেন। উল্লিখিত বিষয়সহ সামগ্রিক বিষয়ে উপস্থিত অ্যালামনাইদের মতামত শোনা হয়। সম্মানিত সদস্যগন পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশেষভাবে উল্লেখ যে, বিশদ পরিসরে আলোচনা ও মতামত জানার জন্য সম্মানিত অ্যালামনাইদের সাথে পরবর্তী মতবিনিময় সভা আগামী ১১ জানুয়ারী ২০২৫ খ্রি. ৩ঃ৩০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন, ঢাকাতে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।