এস, এম মুসতাইন :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারে অস্থায়ী শহীদ মিনারে একুশ উদযাপন পরিষদের আয়োজনে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে ২১ শে, ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস
উদযাপিত হয়েছে। রাত ১২টা একমিনিটে প্রথম প্রহরে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্প অর্পন করেন। একে একে একুশ উদযাপন পরিষদ, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,
কৃষকলীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বসুন্দিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা পরিষদ, বসুন্দিয়া বাজার কমিটি, আনছার ভিডিপি, প্রেসক্লাব সহ সামাজিক রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা পুষ্প অর্পন করেন। ২১ শে ফেব্রুয়ারি
কাক ডাকা ভোর থেকে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলাকার স্কুল, কলেজ মাদ্রাসা গুলোর শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী, সামাজিক রাজনৈতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন জড়ো হতে থাকে। পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,
প্রেসক্লাব বসুন্দিয়ার নেতৃবৃন্দ, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলবাধাল মডেল স্কুল, জঙ্গলবাধাল মডেল ইনস্টিটিউট, জঙ্গলবাধাল সরকারি প্রথমিক বিদ্যালয়, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল- আমিন প্রি, ক্যাডেট স্কুল, পূর্ব গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সিঙ্গিয়া হাফেজী দাখিল মাদ্রাসা,
বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসা, পূর্ব বসুন্দিয়া মাধ্যেমিক বালিকা বিদ্যালয়, বসুন্দিয়া জুয়েলারি সমিতি, সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শতস্ফূর্ত অংশ গ্রহণ করেন। আইন শৃঙ্খলা ও সুস্থ্য পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা করেন,
স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্প এবং আনছার ভি,ডি,পি সদস্য গন। এছাড়া একুশ উদযাপন পরিষদের আয়োজনে দুপুরের পর এলাকার সরকারি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, আবৃতি ও উপস্থিত বক্তব্য’র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে একুশে মঞে ৫২ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া দুইদিন ব্যাপি বই মেলার আয়োজন করেছেন। বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের স্থায়ী শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী বৃন্দ শোভাযাত্রার পর ভাষা শহীদদের প্রতি পুষ্প অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।