বসুন্দিয়ার পাশে ঘোষনগরে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
আবহমান গ্রাম বাংলার মানুষের মাঝে আনন্দের খোরাক জোগীয়ে আসছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা । সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে, মানুষের চিন্তা চেতনার পালটে যাওয়ায় প্রকৃতির অনেক নিয়মনীতি বিলুপ্তির পথ। সেই সাথে পরিবর্তন ঘটছে দখল করে নিচ্ছে ক্রিকেটের মত খেলা, গ্রাম্য সাংস্কৃতিক হারিয়ে যেতে বসেছে।
আবার কালের আবর্তে হারিয়ে গেছে অনেক কিছু, কিন্তু সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ক্রীড়ামোদী মানুষের মাঝে দানা বেঁধে রয়েছে হারিয়ে যায়নি গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা। প্রতি বছর শীত মৌসুমের শুরুতে অর্থাৎ কার্তিক অগ্রায়ণ মাসে বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় দেখা উৎসুক জনতার এই খেলা।
কোথাও মহল্লা ভিত্তিক আবার কোথাও গ্রাম ভিত্তিক এই খেলার আয়োজন করা হয়ে থাকে । সেখানে নারী পুরুষ সমানে এই খেলা গুলোর আনন্দ উপভোগ করেন। একসময় দিনের বেলা এই খেলার আয়োজন হলেও এখন বেশিরভাগ রাতের বেলায় আয়োজন করা হলেও শত,শত নারী পুরুষ দর্শক আনন্দের বন্যায় তা উপভোগ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে,
গত কয়েকদিনে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এবং পাড়া মহল্লায় একপ্রকার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা । এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর রাতে উপজেলার ঘোষনগর গ্রামে উত্তর পাড়া মহল্লাবাসির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো, বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে হাডুডু খেলা। সরেজমিনে গিয়ে দেখা যায়,
রাত ৯ টার দিকে একপ্রকার উৎসব মুখর পরিবেশে শত,শত নারী পুরুষ খেলা উপভোগ করছেন। এই খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সেলিম রেজা সাবু , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসরাইল হোসেন মোল্যা, মোঃ ইনছার আলী ভুট্টো, মোঃ তুহিন রেজা, মোঃ মশিয়ার রহমান, এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব । খেলা পরিচালনা করেন, বিশিষ্ট কাঠ ব্যাবসায়ী মোঃ বিল্লাল হোসেন।