এস, এম মুসতাইন, স্টাফ রিপোর্টার :
শতবর্ষী ঐতিহ্যবাহী বসুন্দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৪, ১৫ মার্চ মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন প্রতিষ্ঠানের সভাপতি ও ঈগল পরিবহনের সত্ব অধকারী বাবু
অশোক রঞ্জন কাপুড়িয়ার সভাপতিত্বে বেলা ১২ টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, নিতা কোম্পানী লিঃ এর কর্মকর্তা ডাঃ জামিল আহমেদ, অত্র
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুঃ মকছেদ আলী খান, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ আঃ ওহাব গাজী, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ শামসুজ্জোহা (চান্নু), অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান খান, সিঙ্গিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান খান, স্থানীয় ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমুখ।
এছাড়া বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন-অর-রশিদ, ইউনিয়ন পরিষদের সদস্য শওকত জাহান (সুপ্ত), ইমরান হোসেন (মিলন), সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকা রিতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময়
উপস্থিত ছিলেন। ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণীর সার্বিক দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক বাবু দীপংকর মল্লিক। সমাপনী পুরস্কার বিতরন অনুষ্ঠানে বাবু অশোক রঞ্জন কাপুড়িয়ার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন যশোর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশীদ খান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, ৯ জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাহা,
বিশিষ্ট সমাজ সেবক কমরেড মিজানুর রহমান, সাবেক ইউপি সচিব মোঃ সাহেব আলী মোল্যা। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবকগন সহ এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ।