বাঁশখালীতে এন.এম.পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভার মিয়ারবাজার চৌধুরী মার্কেট ২য় তলায় এন.এম. পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।মাওলানা আবু বক্বরের সভাপতিত্বে ও এন.এম. পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারের সত্বাধিকারী মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বেসরকারি চিকিৎসা কেন্দ্র জলদি আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়াইবুর রহমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত আওয়ার হোপ সোসাইটি কতৃক পরিচালিত এন.এম.পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জলদি আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অলি আহমদ,পেশন কেয়ার হাসপাতালের ডাঃ মোহাম্মদ ফরিদ উদ্দিন, টাইম বাজার স্কয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংবাদিক শিব্বির আহমেদ রানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল এস বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ,দৈনিক সকালের সময়ের সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন,সাংবাদিক মিজান বিন তাহেরসহ অন্যান্যরা।