মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান হত্যাকাণ্ডের প্রধান আসামি ছোটন(২৩)কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
১২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুুপুরে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন (পিপিএম) ও থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চাঞ্চল্যকর সেলসম্যান হত্যাকাণ্ডের প্রধান আসামী ছোটন(২৩)কে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামি গণ্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালপুরীর নতুন বাড়ীর নেজাম উদ্দীনের ছেলে ছোটন(২৩)।মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গণ্ডামারা ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির
সেলসম্যান হিসেবে বাঁশখালীতে দায়িত্ব পালনে থাকা রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত্যু হযরত আলী ছেলে দুদু মিয়া(৩৫) নিহত হয়।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে শ্বাসরুদ্ধকর অভিযানে নামেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম ও থানা পুলিশ।
সফল অভিযানে মাত্র ২৪ ঘন্টার মাথায় চাঞ্চল্যকর হত্যকাণ্ডের প্রধান আসামী ছোটন(২৩)কে আটক করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন
পিপিএম জানান তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান (বিক্রয়কর্মী) হিসেবে বাঁশখালীতে দায়িত্ব পালনরত দুদুমিয়া(৩৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে অপরাধীদের
আটকের জন্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করি,হত্যারকাণ্ডের প্রধান আসামী ছোটন(২৩)কে আটক করতে সক্ষম হই।উল্লেখ্য আটককৃত আসামি ছোটন(২৩)’র বর্তমান ঠিকানা গণ্ডামারা ইউপির ৭ নং ওয়ার্ডের লালপুরীর নতুন বাড়ীর নেজাম উদ্দীনের ছেলে।তাদের পুরাতন বাড়ী ছিলো ৩নং ওয়ার্ডের লালপুরীর পুরাতন বাড়ীতে।