বাঁশখালীতে নিখোঁজের ৭ দিনপর শিশুর লাশ মিললো জলকদর খালে
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউপির ইলশা গ্রাম এলাকা থেকে নুর উল্লাহ (প্রঃ মাপি) নামে ৬ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়, নিখোঁজের ৭ দিন পর রত্নপুর ৩ নং ওয়ার্ড সংলগ্ন জলকদর খাল থেকে শিশুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুর উল্লাহ মাপি (৬)উপজেলার বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামের মো নুরুল আনসারের ছেলে।জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে ওই এলাকার মোশাররফ আলী মিয়াজি বাজার সড়ক সংলগ্ন ইলশা গ্রামস্থ নুরুল আনসারের নিজ বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় শিশু নুর উল্লাহ মাপি।অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধান না পাওয়াতে থানা একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন শিশুটির পরিবার।এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে। অবশেষে নিখোঁজের ৭ দিন পর ১৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রত্নপুর জলকদর খালে একটি লাশ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশের খবর দিলে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।মঙ্গলবার দুপুরে রত্নপুর জলকদর খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। হাতের কব্জি, মুখ ফুলে গেছে। পড়নের কাপড় ও গলায় তাবিজ দেখে শনাক্ত করা হয় এটি নিখোঁজ হওয়া শিশু নুর উল্লাহ’র লাশ।
এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার জানান,শিশুটির গায়ে পরিহিত কাপড় এবং গলার তাজিব দেখে নিখোঁজ হওয়া শিশু নুর উল্লাহ মাপির লাশ শনাক্ত করেছে তার পরিবার। লাশটি ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান রাজিব পোদ্দার।