বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিল বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালীর শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ প্রান্তে একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
ঘটনার পর পর ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর মতে শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রামের দিকে থেকে আসা শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ প্রান্তে খুঁটিবাহী ট্রাকটি প্রথমে একটি যাত্রীবাহী রিক্সাকে পরে টোল প্লাজার সামনে মোটরসাইকেলকে চাপা দিয়ে গাছের সাথে ও ব্রিজের নেইমপ্লেইটের সাথে ধাক্কা খায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালীর রামদাশহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তপন বাগচী বলেন, এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।আহতরা হলেন আনোয়ারা উপজেলার শিলইগড়া এলাকার মিশকাত (২০),পটিয়া উপজেলার আজিমপুর এলাকায় সুফিয়া বেগম (৪৫),
বাঁশখালী উপজেলার চাঁদপুর এলাকার খালেদা বেগম (৪০)পেকুয়া উপজেলার নাছির উদ্দিন (৪৫)সেই পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার আবু আবু সৈয়দের ক্ষেত খামারে গত দেড় মাস যাবত ক্ষেত খামারে দিনমজুরি কাজ করতেন,তারমধ্যে মিশকাত (২০) নামের একজন গুরুতর আহত হওয়ায় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।








