বাঁশখালীতে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়ে সি বি হসপিটাল
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি 
চট্টগ্রামের বাঁশখালীর প্রবেশপথ চাঁদপুর সি বি হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর সি বি হসপিটাল হল রুমে আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সি বি হসপিটালের এসিস্ট্যান্ট ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার সৈকত আহমদ।
হসপিটাল পার্টনার নুরুল হোসেন ও মোঃ ইউসুফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, হসপিটাল পার্টনার ও পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফরিদ, মোঃ মনির উদ্দিন, হসপিটালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সৌরভ চৌধুরী, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এম এন আলম,সহ-সভাপতি ডাঃ রমিজ আহমদ,
সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজ উদ্দীন,
সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান ফরহাদী, সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী কলিম উদ্দিন,ডাঃ আফনান চৌধুরী, ডাঃ টিটু ধর।সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেনমাওলানা আবুল কালাম,এবং গীতা পাঠ করেন ডাঃ প্রদ্বীপ দে।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈকত আহমদ বলেন,দক্ষিণ অঞ্চলের অসহায় ও হতদরিদ্র পরিবারের মানুষ গুলো আর্থিক সংকটের কারণে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন দূরদূরান্তে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেনা,তাই প্রান্তিক জনপদের মানুষের কথা বিবেচনা করে বাঁশখালীর প্রবেশপথ চাঁদপুরে সি বি হসপিটাল নামক সেবামূলক প্রতিষ্ঠানটি করা হয়,আর এখানে এমবিবিএস, মেডিসিন,গাইনি, দন্ত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসক সেবা প্রদান করা হচ্ছে,এছাড়াও স্বল্প খরচে রোগ নির্ণয় সুবিধা রয়েছে,তাই সি বি হসপিটালের সুনাম ও সুবিধা সমূহ প্রতিটি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পল্লী চিকিৎসকদের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
								
								
															 
			 
		     
					







