বাঁশখালীতে মৌলভী সৈয়দ এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি.
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদী,মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমাণ্ডার ও দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মৌলভী সৈয়দ আহমদ এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে আলোচনা সভা উদযাপিত হয়।
১১ আগস্ট (শুক্রবার) বিকেলে বাঁশখালী উপজেলার জলদিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
পৌরসভা যুব লীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ যুব লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।
বাঁশখালী উপজেলা আওয়ামী যুব লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাঁশখালী পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,গণ্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গণী।এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম,উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসেন,চট্টগ্রাম দক্ষিণ ছাত্র লীগের সহ-সভাপতি নাঈম উদ্দিন মাহফুজ,খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
নজরুল ইসলাম,সাবেক চট্টগ্রাম আইন কলেজের ভিপি শামসুল আলম, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম,যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আমির আহমদ,ইলিয়াস মাঝি,পুকুরিয়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম,ইউপি সদস্য মনজুরুল ইসলাম,যুবলীগ নেতা নাদিম উদ্দীন, আব্দুল আজিজ,গিয়াস উদ্দিন,জসিম উদ্দিন প্রমূখ।