বাঁশখালীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে বাঁশখালী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) তোফায়েল আহমদ,
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু হাওলাদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শফিউর রহমান মজুমদার,সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন,বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান সাধারণ সম্পাদক মো.জাফর ইকবালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।







