বাঁশখালীতে শহীদ মমতাজ সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজ 
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ভাষানিয়ে দোকান হইতে লাবুর দোকান পযন্ত শহীদ মমতাজ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।(২৩ অক্টোবর) বিকালে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,বাঁশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফহাদ বিন মাহমুদ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু তালেব, আমির আহমদ,আমির হোসেন (মিন্টু),টিটন চৌধুরী,
মোঃ মামুন,শোয়াইবুল ইসলাম,আব্দুল আজিজ,
আমিনুল ইসলাম,মোহাম্মদ আমিনুল ইসলাম, এস এম শাহাদাত হোসেন ,মোঃ গিয়াস উদ্দিন,বখতেয়ার, রোকন, ও হেলালসহ শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।উদ্বোধন কালে এমপি মোস্তাফিজ বলেন,প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।মানুষ শান্তিতে ঘুমাতে পাচ্ছে, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি আবাসন যোগাযোগসহ সবখানে উন্নয়ন হয়েছে।আগামী নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দিয়ে সরকার পরিচালনার এই ধারা অব্যাহত রাখতে হবে। 
								
								
															
			
		    







