বাঁশখালীতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) উপজেলা শেখেরখীল রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ ও কেক কেটে দিনটি পালন করা হয়।
শেখেরখীল শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ দিদারুল আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল সিকদার,আল্লাহর দান বোট মালেক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,শোয়াইব শিকদার,
চাম্বাল ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি,মোহাম্মদ মারুফ, শেখেরখীল মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ দিদারুল আলম,শেখ রাসেল স্মৃতি সংসদ শেখেরখীল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।